অভিজ্ঞদের বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার


 সম্প্রতি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে অভিজ্ঞ ক্রিকেটার স্টিভেন স্মিথকে দেখে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে তিনি থাকবেন কি না সেই বিস্ময়ও দেখা দিয়েছিল।


শেষ পর্যন্ত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই স্মিথ। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে আলোচিত জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা পাননি। আজ (বুধবার) চমক জাগানিয়া এই দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


অজিদের ১৫ সদস্যের দলে আছেন বিশেষজ্ঞ স্পিনার অ্যাশটন আগার। ক্যামেরন গ্রিনও অতিরিক্ত অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। যথারীতি মিচেল মার্শকেই অধিনায়ক রেখেছে অস্ট্রেলিয়া, যিনি গত এক বছর সাময়িক অধিনায়ক ছিলেন টি-টোয়েন্টি দলটির। বিশ্বকাপ দলে পেসার হিসেবে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্কের থাকা এক প্রকার নিশ্চিতই ছিল। তাদের সঙ্গে চতুর্থ পেসার হিসেবে সুযোগ পেয়েছেন নাথান ইলিস।


এছাড়া উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিসও ধরবেন বিশ্বকাপের বিমান। তবে তিনি হয়তো থাকবেন ব্যাক-আপ উইকেটরক্ষক হিসেবে। কারণ এই পজিশনে অস্ট্রেলিয়ার প্রধান চয়েজ ম্যাথু ওয়েড। নির্বাচকরা আস্থা রেখেছেন সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার ও মার্শের ওপর।


তিনজনই ওপেনিং করার নজির রয়েছে। তবে ওয়ার্নার-হেড ওপেন করলে, ওয়ানডাউনে খেলবেন অধিনায়ক মার্শ। এছাড়া মিডল অর্ডার ব্যাটার হিসেবে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড ও ওয়েড। তারা একাদশেও থাকবেন পছন্দের শীর্ষে।


বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াডঃ ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড, জশ ইংলিশ, অ্যাশটন অ্যাগার, ক্যামেরন গ্রিন, নাথান এলিস।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url